
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভেজাল বিরোধী অভিযানে এক তেল ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল তেল রাখার দায়ে তাকে এ কারাদণ্ডাদেশ দেয়া হয়।
এ সময় নয়শ লিটার তেল আটক করা হয়। আটক আবু বক্কর ছিদ্দিক কসবার মান্দারপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
সোমবার রাতে ধরখার ইউপিতে ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি একেএম শরীফুল হক।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা বলেন, পুলিশের সার্বিক সহযোগিতায় ধরখার এলাকায় এ অভিযান চালানো হয়। নয়শ লিটার তেলে ভেজাল থাকায় তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। আটক করা তেলসহ গাড়িটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।