নায়িকা ববি আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে

৭ আগস্ট, ২০১৯ : ৮:২১ পূর্বাহ্ণ ৪৯৬

ঢাকা।।

ডেঙ্গু, বর্তমান সময়ে এক আতঙ্কের নাম। প্রতিদিনই বাড়ছে এ রোগের আক্রান্তের সংখ্যা। এবার এরই ধারাবাহিকতায় বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ইয়ামিন হক ববি আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে।

মঙ্গলবার রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বুধবার (০৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
ববি বলেন, গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। কিন্তু দেশের ডেঙ্গু প্রকোপ দেখে গতকাল হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করা দরকার। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।

আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরো বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন বলে জানান এই চিত্রনায়িকা। পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ববি।

এর আগে, নায়ক আলমগীরও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com