ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে আজ বাল্যবিবাহের হাত থেকে ৬ ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে রক্ষা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম মেড্ডা মিন্দালী পাড়ার প্রবাসী জনাব মূক্তার মিয়া এবং হারিজা বেগমের মেয়ে কাজল আক্তার কুসুম(১৩) ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের ৬ ষ্ট শ্রেণীর মেধাবী ছাত্রীর আজ বিয়ের দিন ধার্য্য ছিল। স্কুলের স্টুডেন্টস ক্যেবিনেটের সদস্যগণ এবং বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় মেয়ের মা হারিজা বেগমকে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ১৮ বৎসর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না এবং মেয়েকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানো হবে মর্মে তার কাছ থেকে মুচলেখা আদায় করা হয়।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor