বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮ হাজার ৭৭৬ জন রোগী। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৪০ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬২৫ জন ভর্তি রয়েছেন।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০, মিটফোর্ড হাসপাতালে ১১৮, ঢাকা শিশু হাসপাতালে ৪৪, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬, বিএসএমএমইউতে ৬৫, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪, বিজিবি হাসপাতাল পিলখানায় ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩১ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২৭ জন, খুলনা বিভাগে ১৭৯ জন, রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, সিলেট বিভাগে ৩৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৭১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor