আখাউড়ায় ঝুলন্ত মরদেহ উদ্দার

১২ আগস্ট, ২০১৯ : ১২:০০ অপরাহ্ণ ৪৪৪

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জহির মিয়া নামে চার সন্তানের বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বীরচন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জহির একই গ্রামের দুলু মিয়ার ছেলে।

নিহতের ভাই সাদেক মিয়া বলেন, দুপুরে নিজ ঘরে জহিরকে ঝুলতে দেখে পুলিশে জানাই। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দুই মাস আগে পারিবারিক কলহের জেরে তার বিরুদ্ধে মামলা করে স্ত্রী বাপের বাড়িতে চলে যান।

আখাউড়া থানার এসআই নিতাই বলেন, মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহে ঘটনাটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com