আটকরা হলেন উত্তর ইউপির রাজাপুর গ্রামের বারেক মিয়ার স্ত্রী জোহরা বেগম ও পৌর শহরের তারাগন এলাকার কাশেম মিয়ার ছেলে রিপন।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, রাতে পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় জোহরা বেগমের কাছ থেকে পাঁচ কেজি গাজা, রিপনের কাছ থেকে ২০টি ইয়াবা ও ২টি স্কাফ উদ্ধার হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor