জোরা খুনের মামলায় সাংবাদিক জহির গ্রেপ্তার

৮ সেপ্টেম্বর, ২০১৯ : ৫:৫৯ পূর্বাহ্ণ ৩৭৮

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি জোড়া খুন মামলায় এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শুক্রবার সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সাংবাদিকের নাম জহির রায়হান, তিনি ‘জি টিভি’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

পুলিশ জানায়, ২০১৮ সালের নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের একটি জোড়া খুনের মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া পিবিআই’র এস আই ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, জোড়া খুনের ঘটনার আগের দিন সাংবাদিক জহির রায়হানের ঘরে খুনের পরিকল্পনা হয়েছিল। জহির ছিল এই খুনের মূল পরিকল্পনাকারী। তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com