ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ শামছু মিয়ার (৭০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়াকে (২০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বোড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও শামছু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে আহাদ গ্রুপের লোকজন শামছু গ্রুপের লোকজনদের ওপর আক্রমণ করে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে শামছু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor