ঢাকা।।
হিন্দু মহাজোটের মহাসচিব ১২ সেপ্টেম্বর দিল্লী পৌছালে অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ দিল্লী বিমানবন্দরে স্বাগত জানান। ১৩ সেপ্টেম্বর সকালে বিদেশী আইনজীবীদের সাথে ভারতীয় সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবীদের দিল্লীর হরিয়ানা ভবনে আলোচনা সভা ও দুপুরের ভোজনের আয়োজন করেন। সন্ধায় অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিল্লীর মহারাষ্ট্র ভবনে সম্বর্ধনা ও নৈশ ভোজের আয়োজন করেন। ১৪ সেপ্টেম্বর দিল্লীর ঐতিহাসিক স্থাপনা ও সুপ্রীম কোর্ট যাদুঘর পরিদর্শন এবং ১৫ তারিখ সকালে গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে আলোচনা, ক্লাসরুম লাইব্রেরী রুম পরিদর্শন, শিক্ষকদের সাথে সকালের খাবার গ্রহণ, অতপর ভারতের সুপ্রীম কোর্টে ঐতিহাসিক রাম মন্দির মামলার শুনানীতে অংশগ্রহণ, সুপ্রীম কোর্ট জাজেস লাইব্রেরী, ভারতের সংবিধানের হস্থলিখিত কপি পরিদর্শন, আইনজীবী সমিতি ভবন ভবন পরিদর্শন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক সম্বর্ধনা ও দুপুরের ভোজে অংশ গ্রহণ, সন্ধায় দিল্লী হাইকোর্ট অধিবক্তা পরিষদ কর্তৃক সম্বর্ধনা ও নৈশ ভোজে অংশ গ্রহণ করেন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor