বাল্যবিয়ে করতে এসে বর শ্রীঘরে

২৫ সেপ্টেম্বর, ২০১৯ : ১:০৪ অপরাহ্ণ ৩৮৫

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে কারাগারে ঠাঁই হয়েছে রহমত মিয়া (২২) নামে এক যুবকের। তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রহমত উপজেলার মজলিশপুর ইউনিয়নের তাহের মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী মেয়ের (১৪) সঙ্গে মজলিশপুর ইউনিয়নের দারমা এলাকার তাহের মিয়ার ছেলে রহমত মিয়ার (২২) বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে সেই বাল্যবিয়ে বন্ধ করেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com