৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

১ অক্টোবর, ২০১৯ : ১:২৯ অপরাহ্ণ ৫১৩

ব্রাক্ষণবাড়িয়া।।

কৃত্রিম সংকট তৈরি করে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে জেলা শহরের জগৎ বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- বিসমিল্লাহ্ স্টোর, মায়ের দোয়া এন্টারপ্রাইজ, মেসার্স শাহ্ আমানত ট্রেডার্স ও শাহজালাল ট্রেডার্স। এই প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিল।

অভিযান শেষে ইউএনও পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে জগৎ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো পেঁয়াজ ক্রয়ের সঠিক তথ্য দিতে পারেনি। এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com