সিলেটে- চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

৪ অক্টোবর, ২০১৯ : ৫:৫১ পূর্বাহ্ণ ৪৪২

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখার সময় ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে এক ঘণ্টার বেশি লাগতে পারে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে সকাল সোয়া ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দুর্ঘটনা কবলিত স্থানে অবস্থান করছেন।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কারণ, ওই পথে বেলা ১ টার আগে আর কোনো ট্রেনের সিডিউল নেই। উদ্ধার কাজ শেষ করতে এক ঘণ্টার বেশি সময় লাগবে বলে জানান তিনি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com