
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণাবড়িয়ার সরাইল উপজেলায় এক তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
ওসি শাহাদাত হোসেন জানান, সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তাকে গলা কেটে হত্যার পর জমিতে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হবে।