ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেটসহ মো. কাজল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার ভাদুঘর ঋষিপাড়া থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদসরা। গতকাল দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটক কাজল দীর্ঘ ২৫ বছর ধরে অস্ত্র তৈরি করে বিক্রি ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে র্যাবের একটি অভিযানিক দল ভাদুঘর ঋষিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কাজল। পরে তাকে আটক করে তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লশি করে ছয়টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor