আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আবরার হত্যায় অমিত সাহা গ্রেপ্তার

জাতীয় 10 October 2019 ৪০১

ঢাকা।।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সকালে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অমিত বুয়েট শাখা ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

রোববার রাতে আবরার হত্যাকাণ্ডের পর গতকাল পর্যন্ত ১৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হলেও অমিত সাহার সম্পৃক্ততার বিষয় নিয়ে ধোঁয়াশা ছিলো। কিন্তু শিক্ষার্থীরা বরাবরই তার সম্পৃক্ততার দাবি করে আসছিলো। এমনকি আবরারকে যে কক্ষে অর্থ্যাৎ ২০১১ নং কক্ষে নির্যাতন চালানো হয়েছিলো, সেই কক্ষটিতে থাকতেন অমিত।