স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যহতি

২৩ অক্টোবর, ২০১৯ : ১:২১ অপরাহ্ণ ৩৬১

ঢাকা।।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অব্যহতি দিয়েছেন।
আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
মোল্লা মো. আবু কাওসারের বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ড সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে শুদ্ধি অভিযান শুরু হলে তিনি গাঁ ঢাকা দেন। বর্তমানে আত্মগোপনে রয়েছেন তিনি।
গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কাওসারসহ তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com