ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর গলা কাঁটা মরদেহ উদ্ধার

২ নভেম্বর, ২০১৯ : ৭:৫৮ পূর্বাহ্ণ ৪২৯

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁনতারা বেগম(৪২)নামের এক নারীর গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার খলিল মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, খলিল মিয়ার ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খলিল ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত প্রায় দেড় বছর আগে খলিলের ১২বছর বয়সের এক ছেলে হারিয়ে যায়। বাকী এক ছেলে ২য় শ্রেনীতে পড়ে ও একমাত্র মেয়েটি এক মাদরাসায় ৯ম শ্রেনীতে পড়ে। দেড় বছর আগে ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে খলিলের স্ত্রী চাঁনতারা বেগম মানসিক বিকারগস্ত হয়ে যায়। সে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করা করে। শনিবার ভোরে স্ত্রী, ছেলে ও মেয়েকে ঘুমে রেখে ফজরের নামাজে যায় খলিল। এই সুযোগে স্ত্রী চাঁনতারা বটি দা দিয়ে ঘরের মধ্যে নিজের গলা কেটে ফেলেন। বিষয়টি আঁচ করতে পেরে মেয়ে ঘুম৷ উঠে মায়ের মরদেহ দেখতে পান।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com