আশুগঞ্জে এক রিক্সা চালকের লাশ উদ্ধার

৩ নভেম্বর, ২০১৯ : ৬:৫৯ পূর্বাহ্ণ ৪১৫

ব্রাহ্মণবাড়িয়া।।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খড়িয়ালায় চাতাল মিলের মাঠ থেকে এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম সুমন মিয়া (৩০)। সে খড়িয়ালা মদন পাড়ার ইউসুফ মিয়ার ছেলে। নিহতের বুকে ও পিঠে একাধীক ছুড়ির আঘাত রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, নিহত সুমন মিয়া জীবিকার তাগিতে স্বপরিবারে গত এক মাস যাবত ঢাকা বসবাস করত। সে ঢাকা শহরে রিক্সা চালাত। গত বৃহস্পতিবার ঢাকা থেকে স্বপরিবারে খড়িয়ালায় নিজ বাড়িতে আসেন। নিহত সুমনের স্ত্রীসহ ৫ জন ছেলেমেয়ে রয়েছে।

আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) ময়নাল হোসেন বলেন,কে বা কাহাড়া হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে। তিনি আরো বলেন নিহতের মরদেহ উদ্ধার করা হয়ছে। নিহতের শরিলে একাধীক ছুড়ির আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com