কসবায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার

৫ নভেম্বর, ২০১৯ : ২:১৩ অপরাহ্ণ ৩৯৮

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ অক্টোবর মঙ্গলবার সকালে আখাউড়া–কসবা সড়কের গোপিনাথপুর এলাকা থেকে কসবা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে আখাউড়া–কসবা এলাকায় সড়কের পাশে একজন যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কসবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার ( আখাউড়া–কসবা সার্কেল) আব্দুল করিম বলেন, নিহত যুবকের মুখমন্ডল ও পা থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। হাত ও পায়ের নখ ময়লাযুক্ত এবং বড়। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বেপরোয়া গতির কোন গাড়ি চাপায় তার মৃত্যু হয়। পরে লাশ ফেলে রেখে চলে যায়। তার পরিচয় নিশ্চিত হতে আঙুলের ছাপও নেয়া হয়।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com