হাসপাতালে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে স্বামী

৬ নভেম্বর, ২০১৯ : ১:১৭ অপরাহ্ণ ৪০৯

ব্রাক্ষনবাড়িয়া।।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দীপা রায়(২৬) নামের এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে স্বামী। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা শহরের পাইকপাড়ার অপূর্ব রায় নামে এক যুবক দুপুরে তার স্ত্রী দীপা রায়কে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় অপূর্ব ও তার স্বজনরা হাসপাতালের স্টাফদের জানায়, দীপা রায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাখাওয়াত হোসেন দেখে দীপা রায়কে মৃত ঘোষনা করেন৷ মৃত্যুর খবর জেনে দীপা রায়ের মরদেহ জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায় স্বামী অপূর্ব সহ তার স্বজনেরা।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com