ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় শিশু নিহত

৯ নভেম্বর, ২০১৯ : ১:১১ অপরাহ্ণ ৩৭৭

সরাইল।।

সরাইল বিশ্বরোড হাইওয়ে ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাইমারী স্কুলের শিশু নিহত হয়েছে৷
৮ ই নভেম্বর দুপুর ১২.০০ঘঃ ঢাকা-সিলেট মহাসড়কে বেরতলা, সরাইল হাইওয়ে রাস্তায় সিলেট অভিমুখী- বিআরটিসি বাস যাওয়ার সময় শি্ুশুটিকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। ঐ সময় বিআরটিসি বাসটি জনসাধারণ আটক করে সরাইল হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
খোঁজ নিয়ে জানা যায়- বাপ্পী নানী বাড়িতে থেকে লেখাপড়া করেন। শিশুটি একটি প্রাইমারী স্কুলে ২য় শ্রেনিতে ভর্তি ছিল ৷ শিশুটি সরাইল থানার বিশ্বরোড মালিহাতা গ্রামের ইসাক মিয়ার ছেলে৷

শিশুটিকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু জাফর মোঃ নুরুল আমিন পিয়াল শিশুটিকে মৃত ঘোষনা করে ময়নাতদন্তের জন্য লাশ ঘরে পাঠিয়ে দেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com