ঢাকা।।
স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ১৪ দলের নেতারা। তারা বলেছেন, ‘শহীদ নূর হোসেন গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’ মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদলের শোক সভায় এসব কথা বলেন তারা।
এ সময় ১৪ দলের নেতারা বলেন, ‘রাজপথ থেকে জাতীয় সংসদ সব জায়গায় বিরামহীনভাবে সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন মঈনউদ্দিন খান বাদল। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে এবং সরকারের চলমান শুদ্ধি অভিযান বাস্তবায়ন করে মঈনউদ্দিন খান বাদলের প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে।’
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করেন– ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর আহমেদ পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor