ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতীর মৃত্যু

১৬ নভেম্বর, ২০১৯ : ৭:১৩ পূর্বাহ্ণ ৪৪০

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজমপুর স্টেশনের আউটার হোম সিগনাল এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) পরিচয়ের এক মাদকাসক্ত যুবতীর মৃত্যু হয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। শনিবার (১৬ নভেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, ওই নারী মাদকাসক্ত। তিনি মদ ও গাঁজা সেবন করতেন। ট্রেনে কাটা পড়ার আগে সে ঘটনাস্থলের পাশের এক মাজার থেকে গাঁজা সেবন করে মাতাল অবস্থায় ছিলেন। এসময় স্টেশনের দক্ষিণ আউটার হোম সিগন্যাল এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, মাদকাসক্ত ওই নারী আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন মাজারে ভবঘুরে ছিলেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com