
ব্রাক্ষনবাড়িয়া।।
এবার থানার ব্যারাক থেকে একটি মোটর সাইকেলের শিকল ভেঙে পালানোর অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আলোচিত- সমালোচিত বিদায়ী উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি তাকে স্কুলের নৈশ প্রহরীকে মারধোর করে ইয়াবা দিয়ে ফাঁসানোসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাঙামাটিতে বদলী করা হয়। সেখান থেকে হাইওয়ে পুলিশে বদলী হন তিনি। রোববার রাতে তাকে জেলা শহরের পুনিয়াউটে একটি মোটর গেরেজ থেকে আটক করা হয়। বিকেলে তাকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
সদর মডেল থানা সূত্রে জানা, এসআই জামিরুল ইসলাম সদর মডেল থানা থেকে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বদলী করা হয়েছে। বদলী হওয়ার আগে একটি অবৈধ মোটরসাইকেল আটক করে এই এসআই। কিন্তু সেই মোটরসাইকেলটিকে কোন প্রকার মামলা না দিয়ে তার হেফাজতে রেখে দেন। তাকে সদর মডেল থানা থেকে রাঙামাটিতে বদলী করা হয়। সেখান থেকে হাইওয়ে পুলিশে হেড কোয়ার্টারে বদলী হন। তার কর্মস্থল থেকে রোববার বিকেলে এসআই জামিরুল ইসলাম সদর মডেল থানায় আসেন। থানায় এসে পুলিশের বাঁধা উপেক্ষা করে ব্যারাকে শিকল কেটে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এসময় বাঁধা দেওয়ায় একজন কন্সটেবল আহত হয়। পরে রাতে শহরের পুনিয়াউট একটি মোটর গ্যারেজ থেকে এসআই জামিরুলকে আটক করা হয়। রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত তাকে থানায় বসিয়ে রাখা হয়। ঘটনাটি পুলিশের উর্ধ্বতন কর্মকতাসহ হাইওয়ে পুলিশ বিভাগকে অবগত করা হয়। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কেউ বক্তব্য দিতে রাজি হননি।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির সাংবাদিকদের জানান, এই ঘটনায় অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ঘটনাটি কি আমি অবগত নয়। আমি জেনেছি, ওই এসআই একটি বিভাগীয় মামলায় সাক্ষি দিতে ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন। ঘটনাটি কি আমি খোঁজ নিচ্ছি।