পাকিস্তান থেকে বিমানে এল পিয়াজ

২০ নভেম্বর, ২০১৯ : ৪:১৭ অপরাহ্ণ ৪০৮

ঢাকা।।

আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পিয়াজের চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি বেসরকারি বিমান সংস্থার কার্গো বিমানে এই চালান আনা হয়। ঢাকার শাদ এন্টারপ্রাইজ এই পিয়াজের আমদানিকারক। এই চালানে ৮১ টন ৫০০ কেজি পিয়াজ আনা হয়। এদিকে আজ রাতে মিশর থেকে আরেকটি বিমানে পিয়াজের আরও একটি চালান আসছে। চট্টগ্রামের এস আলম গ্রুপ এ পিয়াজ আনছে। আগামীকাল এবং শুক্রবার আরও দুটি চালান আসার কথা রয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com