ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

২৩ নভেম্বর, ২০১৯ : ৩:৪৯ অপরাহ্ণ ৭৬৩

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের শেরপুর এলাকায় হাফসানা (০৩) ও একই সময়ে সদরের মনপুরে ২ বছর বয়সী রিফাতের মৃত্যু হয়। হাফসানা ওই এলাকার কামাল মিয়ার মেয়ে ও রিফাত মনপুরের সাদেক মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হাফসানা খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়। এক পর্যায়ে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে একই ভাবে পুকুরে পড়ে রিফাতেরও মৃত্যু হয়।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com