আনন্দবাজারে চেয়ারম্যান আখির মদের দোকান সিলগালা

৫ ডিসেম্বর, ২০১৯ : ১২:৩০ অপরাহ্ণ ৩৭৮

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদরের আনন্দবাজার কারখানা ঘাট এলাকায় মাদক সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সিলগালা করা হয়েছে দেওয়ান আতিকুর রহমান আঁখির দেশীয় মদের দোকান ।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী।৪ ডিসেম্বর রাত সাড়ে ৮ টা থেকে রাত পোনে ২ টা পর্যন্ত  র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদরের  আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও মদ সেবনের অপরাধে১। হেদায়েত উল্লাহ (৩০), পিতা-সাহেদ মিয়া, সাং-বুধল (উত্তর পাড়া), ২। মোঃ আশেফ (৩০), পিতা-হমিদ মিয়া, সাং-তেলিনগর, ৩। সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত মতি মিয়া, সাং-বুধল (চান্দের বাড়ি), ৪। মোঃ রিপন মিয়া (৪২), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, সাং-পশ্চিম মেড্ডা, ৫। মোঃ ইকবাল মিয়া (৪৭), পিতা-মৃত আঃ বারী, সাং-পশ্চিম মেড্ডা, ৬। কালু সরকার(৩৬) পিতা-মৃত গোপাল সরকার, সাং পূর্ব পাইক পাড়া, সর্ব থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৭। মোঃ জাহান মিয়া (২৭), পিতা- শশান মিয়া, সাং-নবীনগর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দেরকে গ্রেফতার করে।র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ১ নং হতে ৩ নং পর্যন্ত ৩ জন আসামীকে মাদকদ্রব্য ইয়াবা সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩,০০০ টাকা করে জরিমানা এবং ৪ নং হতে ৭ নং পর্যন্ত ৪ জন আসামীকে দেশীয় মদ সেবনের অপরাধে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে লাইসেন্স বিহীন লোকদের কাছে অবৈধভাবে দেশীয় তৈরী মদ বিক্রিয় করায় দেওয়ান আতিকুর রহমান আঁখির দেশীয় মদের দোকান ১ মাসের জন্য সিলগালা করা হয়।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com