আজ আখাউড়া ও বিজয়নগর মুক্ত দিবসটি

৬ ডিসেম্বর, ২০১৯ : ৫:৪০ পূর্বাহ্ণ ৪২৬
  • ব্রাক্ষনবাড়িয়া।।

আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্তদিবস। ১৯৭১ সালের এইদিনে শত্রুমুক্ত হওয়ার পর আখাউড়া ডাকঘরের সামনে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরী।জানা গেছে, ১৯৭১ সালের ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আখাউড়ার আজমপুর ও রাজাপুর এলাকায় পাকহানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। ৩ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী আজমপুরে শক্ত অবস্থান নিলে সেখানেও তুমুল যুদ্ধ হয়।

ওই যুদ্ধে পাকহানাদার বাহিনীর ১১ সৈন্য নিহত ও মুক্তিবাহিনীর দুইজন সিপাহী এবং একজন নায়েক সুবেদার শহীদ হন।৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে আখাউড়ায় আক্রমণ করে। ৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ৬ ডিসেম্বর সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয় আখাউড়া।

মুক্তদিবস উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করেছে আখাউড়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে প্রদীপ প্রজ্বলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও পতাকা উত্তোলন।এদিকে আজ বিজয় নগরে ও মুক্ত দিবস।উপজেলা প্রশাসনের রয়েছে ব্যাপক প্রস্তুুতি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com