বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান অবশেষে বদলি হয়ে চলে গেছেন । সম্প্রতি বিছানার নিচে ইয়াবা রেখে ঘুমানোর উভিযোগ উঠে তার বিরুদ্ধে। তারপর তার বদলির আদেশ হয়। যদিও সেই বদলির আদেশ বাতিল হয়েছে বলে খবর চাউর হয়েছিল, কিন্তু গতকাল ( ৬ ডিসেম্বর) বদলি হয়ে তিনি থানা থেকে চলে যান গভীর রাতে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোঃ আনিসুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক কারনে স্বাভাবিক ভাবেই বদলি হয়েছে।এদিকে ওসি বদলি হওয়ার পরে গতকাল গভীর রাতে চলে যাওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকেই বলছেন ওসি রাতের আধারে চলে যাওয়া মোটেও সমুচীন নয়। বাবুর্চি জাহিদ ভূঁইয়ার স্ত্রী আবেদা বেগম বলেন, আমি ও আমার স্বামী দুজন মিলে থানায় একসঙ্গে কাজ করতাম। ওসি স্যারের রুম পরিষ্কার করার সময় বিছানার নিচে থেকে ঔষুধ মনে করে এইগুলো বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমরা ইয়াবা ট্যাবলেট কী চিনি না। পরে জানতে পারি এগুলো ইয়াবা ট্যাবলেট। তাই ওসি স্যার ক্ষুব্ধ হয়ে আমার স্বামীকে আটক করে তাকে নির্যাতন করেন এবং মাদকের মামলা দেন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor