আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা, প্রাইভেটকাসহ আটক-২

বিজয়নগর 23 December 2019 ৪১০

বিজয়নগর।।

সুমন কুমার আদিত্য, অফিসার ইনচার্জ,(অতিরিক্ত দায়িত্ব), বিজয়নগ থানা, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে এস.আই মাহমুদুর রহমান, এস.আই জুয়েল রানা, এএসআই আব্দুল ওয়াদুদ বিজয়নগর থানা এলাকা বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউপিস্থ শ্রীপুর পশ্চিম পাড়া সাকিনস্থ মাওলানা আবুল কালাম সাহেবের বাড়ির পশ্চিম পাশ্বে পারিবারিক চলাচলের রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। মিরাজ (২৮) পিতা-মৃত মালেক সাং-এনায়েতপুর থানা-কালকিনী জেলা-মাদারীপুর, ২। মোঃ বাবু মিয়া (২৪) পিতা-মোতালেব সাং-মেষ্টা থানা-জামালপুর সদর জেলা-জামালপুরদ্বয় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা এবং ১টি সিলভার রং এর প্রাইভেটকার যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো গ ৩৫-১৪০১সহ ২২/১২/১৯ইং তারিখ ১৫.৩০ ঘটিকার সময় আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিজয়নগর থানা মামলা নং-২৮ তাং-২২/১২/১৯ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক)/১৯(ক)/৩৮/৪১ রুজুপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।