আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে ইয়াবাসহ মহিলা মেম্বার কাকলী আটক

বিজয়নগর 26 December 2019 ৪০৭

বিজয়নগ।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক পাচারের সময় কাকলী বেগম (৩৫) নামে সংরক্ষিত ওয়ার্ডের নারী মেম্বারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।সে বিজয়নগর উপজেলার ৭ নং সিংগারবিল ইউনিয়ন পরিষদের (৪,৫,৬) নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার।বুধবার বিকালে জেলা সদর উপজেলার রামরাইল এলাকায় তার ভ্যানিটিব্যাগ তল্লাশি করে ১৮শ’ ৯৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মেম্বারকে আটক করার পর তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ১৮শ’ ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক কাকলী বেগম ওই ইউনিয়নের কাশিনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী।এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক কাকলি বেগমের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।