আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জেএসডির সভাপতি রব সম্পাদক সানোয়ার

সারাদেশ 29 December 2019 ৯১৮

ঢাকা।।
জাতীয় সমাজতান্ত্রিক দলে (জেএসডি) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আ স ম আব্দুর রব। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার।শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলটির কেন্দ্রীয় কাউন্সিলে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন তারা হলেন, কার্যকরী সভাপতি- আনিসুর রহমান খান কামাল, মো. সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল হোসেন ও কামাল পাটওয়ারী। জেএসডির সহযোগী সংগঠন জাতীয় যুব পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।