নবীনগর সরকারি হাসপাতালের চিত্র এখন ভিন্ন

৪ জানুয়ারি, ২০২০ : ১০:০৮ পূর্বাহ্ণ ৮০০

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিত্র এখন ভিন্ন। নবীনগরের উন্নয়ন অগ্রযাত্রার অগ্রপথিক মাটি ও মানুষের নেতা এবাদুল করিম বুলবুল মহোদয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিগত এক বছরে তাঁর কার্যক্রমের অন্যতম নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে-এর স্বাস্থ্য সেবা ও সার্বিক উন্নতি এখন লক্ষনীয়। শুক্রবার সন্ধ্যায় এমপি মহোদয় হাসপাতালে লেবুলাইজেশন কর্ণার পরিদর্শন ও স্বাস্থ্য বার্তার টিভি স্কীন ঊদ্বোধনসহ হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় এমপি মহোদয়ের এক বছর পূর্তি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা কমিটি তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রোগীদের বসার স্থানে স্থাপনকৃত এলএপি টিভি স্কীনে উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরা হয়। * হাসপাতালে নতুন ১৮জন ডাক্তার পদায়ন হয়েছে,* দুইটি এ্যাম্বুলেন্স সচল হয়েছে,*হাসপাতালে নেবুলাইজার কর্ণার স্থাপন,*হাসপাতালের নতুন ভবনে এ এনসি ও পিএনসি কর্ণার স্থাপন,*এইচ এস এস স্কোর অনুযায়ী হাসপাতালে সেবার মান বৃদ্ধি,* হাসপাতলের আন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীর সংখ্যা বৃদ্ধি,* হাসপাতালে নরমাল ডেলিভারী বৃদ্ধি,* হাসপাতালে বেড অকুপেন্সিরেট বৃদ্ধি,* হাসপাতাল দালাল মুক্ত করা ও *দ্রুত ডেন্টাল ইউনিট চালু করা হবে। এবং হাসপাতালে অপারেশন থিয়েটার চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করা হয়। সাংসদ হাসপাতাল উন্নয়নে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ডাক্তার আহম্মেদ হোসেন (ফুল মিয়া),প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,টিএইচও (ভারপ্রাপ্ত)ডাক্তার হাবিবুর রহমান, ডাক্তার দোলোয়ার হোসেন, ডাক্তার জেবিনসহ কর্তব্যরত ডাক্তার ও স্টাফরা উপস্থিত ছিলেন ।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com