
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামীলীগের তিনবারের সফল সাধারণ সম্পাদক,তৃনমূল নেতা /কর্মীদের জনপ্রিয় নেতা এম হালিম ভাই এর মা উপজেলার সাতমোড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবীকা মোসাম্মৎ আনোয়ারা বেগমের দাফন সম্পূর্ন হয়েছে। বৃহসপতিবার (১৬/০১) বাদ জোহর বাড়ির মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,পৌর মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,দলীয় উপজেলা ভাইস চেয়ারম্যন জাকির হোসেন সাদেক,আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, যুগ্ন সাধারণ সম্পদাক জহির উদ্দিন চৌধুরী শাহান,আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংসদের ব্যক্তিগত সচিব মোক্তার হোসেন,আওয়ামীলীগ নেতা ইয়াবের হাসান জামিল, পিন্টু ভদ্র, খায়রুল আমীন, পারভেজ আহম্মেদ,যুবলীগ সভাপতি সামসু আলম,সেক্রেটারী আশরাফুল ইসলাম রিপন, পৌর যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম লিটন, ইসলামী ঐক্যজোট নেতা মেহেদী হাসান, বাজার কমিটি সভাপতি মো. মনির হোসেন, সেক্রেটারী আশরাফুল ইসলাম জনি, সেচ্চাসেবকলীগ নেতা বাবু, ওমর ফারুক, ছাত্রনেতা আবু সাঈদসহ উপজেলা তৃনমূল আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল স্তুরের নেতা/কর্মী, সরকারি দপ্তরের উধ্বর্তন কর্মকর্তা ও এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা/কর্মী ও এলাকার সাধারণ মানুষ মরহুমার নামাজে জানাজায় অংশ নেয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমার কফিনে পুস্পস্তবক দিয়ে শেষ বিদায় জানানো হয়। জানাজা পরিচালনা করেন ইব্রাহিমপুর মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কতুবী। জানাজা শেষে সকল কবরবাসী ও সকল মানুষের জন্য দোয়া করা হয়। গত বুধবার (১৫/০১) মধ্যরাতে সাতমোড়া গ্রামে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল,আ’লীগ সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল, নবীনগর প্রেসকাব এবং মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।