আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ২০ হাজার মিটার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর 16 January 2020 ৫৭৮

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ হাওয়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রামমান আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।সংশ্লিষ্ট সূত্রমতে, অভিযানের সময় সদর উপজেলার বাকাইল, সুহিলপুরসহ বিভিন্ন স্থানের বাসা-বাড়ি ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবহার করা ২০ হাজার মিটার গ্যাস পাইপ বিচ্ছিন্ন করে এহেন কাজে ব্যবহৃত সরাঞ্জামাদি জব্দ করা হয়।এসময় ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘আদালতের নিদের্শে ছয়টি সংস্থার সমন্ববয়ে এই অভিযান পরিচালিত হয়, আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।’উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস লিকেজ থেকে দীর্ঘদিন যাবৎ এভাবে অবৈধভাবে গ্যাস উত্তোলণ করে ঝুকিপূর্ণভাবে পাইপের মাধ্যমে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ স্থাপন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।