আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হিন্দু মহাজোট পুরো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না– কাদের

জাতীয় 18 January 2020 ৪১২

ঢাকা।।

হিন্দু মহাজোট পুরো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করার দাবিতে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা অনশন করছে। শেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।তবে তারিখের বিষয়ে নির্বাচন কমিশনার এখনো অনড় অবস্থানে আছে, সে অধিকার তাদের আছে। আমরা কোনো সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দিতে পারি না। তাদের বিরুদ্ধেও আমরা যেতে পারি না। তারা যদি মনে করে, ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও বলেন, ভোটের তারিখ পরিবর্তন হলেও তাদের কোনো আপত্তি নেই। এটি নির্বাচন কমিশনের এখতিয়ার।