আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

চট্টগ্রাম রেঞ্জের শেষ্ঠ পুলিশ পরিদর্শক কবির হোসেন

সারাদেশ 24 January 2020 ৩৮৫

ব্রাক্ষণবাড়িয়া।।

ক্লুলেস হত্যা মামলায় ডিটেষ্টের রেঞ্জে প্রধান কবির হোসেন। হত্যা মামলার রহস্য উৎঘাঠন সহ বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে তদন্ত কার্যক্রম সুষ্ঠ ও সুচারু ভাবে সমাপ্ত করায় ডিসেম্বর ২০১৯ চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ মামলা তদন্ত কারী অফিসার হিসেবে সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ কবির হোসেন। গত ২১ জানুয়ারী ২০২০খ্রিঃ মাননীয় ডি.আই.জি মহোদয় চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক সম্মেলনে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। জানা গেছে এই মেধাবী ও চৌকস পুলিশ কর্মকতা বর্তমানে নাসিরনগর থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে কর্মরত রয়েছে। পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন নাসিরনগর থানায় যোগদানের পর থেকে উপজেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উৎঘাঠন করেন। এর মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে জুয়েল হত্যা, ধরমন্ডলে রিয়া হত্যা, বাঘী গ্রামে দুলা ভাইয়ের হাতে শ্যালক খুন, ধরমন্ডলে পিতার হাতে পুত্র খুন, ফান্দাউকের রসুলপুরে প্রেমিকার হাতে প্রেমিক খুন ও বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুরে স্ত্রীর হাতে সাবেক স্বামী খুন।