অটোরিক্সা চার্জ দিতে গিয়ে এক কিশোর নিহত

২৮ জানুয়ারি, ২০২০ : ৫:৪২ পূর্বাহ্ণ ৪১৭

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল নামে এক কিশোর নিহত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউপির সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জে লাগাতে যায় শাকিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা শাকিলকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com