চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ

২৮ জানুয়ারি, ২০২০ : ১০:৪০ পূর্বাহ্ণ ৮৫৩

চট্টগ্রাম।।

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।অন্যদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবদুল মান্নানকে সচিব পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের সই করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগের কথা বলা হয়।উপসচিব মো. তমিজুল ইসলাম খানের সই করা অপর প্রজ্ঞাপনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবদুল মান্নানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলির কথা উল্লেখ করা হয়।জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com