
ঢাকা।।
ঢাকাস্থ বিদেশি মিশনগুলোতে কর্মরত কোন বাংলাদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। সরকারের তরফে এমন সিদ্ধান্তের কথা কূটনৈতিক মিশনগুলোকে জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে ঢাকাস্থ বিদেশী মিশনগুলোর নির্বাচন পর্যবেক্ষণে কোন বাধা নেই। মিশন প্রধানদের বরাবারে পাঠানো বার্তায় এটি স্পষ্ট করা হয়েছে বলে সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে ৭৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র কার্ডও ইস্যু করা হয়েছে। ওই তালিকায় ৪৬ জন বিদেশী নাগরিক এবং তাদের সহায়ক বা দোভাষী হিসাবে ২৮ জন বাংলাদেশি রয়েছেন, যারা বিভিন্ন দূতাবাসের কর্মরত। স্মরণ করা যায়, দেশি-বিদেশি মিলেই দূতাবাসগুলো অতীতের সব নির্বাচন পর্যবেক্ষণ করেছে।