
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক ও চাঁদাবাজি মামলায় আসাদুল ইসলাম (২৯) নামে এক হাজতি পুলিশ সদস্য মারা গেছেন।সোমবার দুপুরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।আসাদুল কুমিল্লা জেলার দেবিদ্বারের রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়ার মাদক ও চাঁদাবাজি মামলায় গত ২০১৯ সালে ডিসেম্বরের ১৩ তারিখ থেকে পুলিশ সদস্য আসাদুল ইসলাম কারাগারে ছিলেন।আজ সোমবার ১২টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আসাদুলের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।আসাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানান তিনি।