
ব্যুরো রিপোর্ট।। জেল হাজতে থাকা অবস্থায় হিন্দু ছেলেকে নির্যাতন করে হত্যা করার ঘটনা ঘটেছে।আমাদের প্রতিনিধি জানান দক্ষিণ কেরানিগঞ্জ থানার বাসিন্দা হরিপ্রসাদ মন্ডলের ২য় পূত্র জনি মন্ডল সম্পূর্ণ অন্যায় ভাবে মিথ্যা একটি হত্যা মামলার সাথে জড়িয়ে দির্ঘদিন থেকে স্থানীয় প্রভাবশালীদের চাপে গ্রেফতার করে জেল হাজতে আটকে করে রাখে।তাকে নির্যাতন করে জোর পূর্বক অপরাধের সাথে জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে পুলিশ প্রশাসন। তার আইনজীবি আমাদের প্রতিনিধিকে জানায়, জনি মন্ডল হত্যার সাথে জড়িত ছিল এমন স্বীকারোক্তি আদালতে না দিলে মেরে ফেলা হবে বলে পুলিশ প্রায়ই হুমকি দিত।পুলিশের কথামত জনি মন্ডল আদালতে নিজেকে নির্দোষ দাবি করলে বিগত ১০/০২/২০২০ ইং পুলিশ নির্যাতনের মৃত্যু বরন করে।উল্লেখ্য উক্ত হত্যা মামলায় জনি মন্ডলের বড় ভাই পলাশ মন্ডলকে ১নং আসামী করে প্রান নাসের হুমকি দিলে তিনি আআত্মরক্ষার্থে স্ত্রী সন্তান নিয়ে দেশ ত্যাগ করেন।জনি মন্ডকে জেলহাজতে হত্যা করার জের ধরে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও ভীতি কাজ করছে।তারা জনি মন্ডল হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য প্রতিবাদ কর্মসুচী অব্যাহত রেখেছে।