আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে ট্রাক চাপায় এক ব্যাক্তি নিহত

সারাদেশ 14 February 2020 ৪২১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাংলানিউজকে জানান, ওই ব্যক্তি মহাসড়ক পার হতে গিয়ে প্রথমে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।