ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মঙ্গলবার রাতে ১০ বোতল মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ।আটক তানিয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির লক্ষীপুর এলাকার শিপন মিয়ার স্ত্রী ।বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, উপজেলার পাহাড়পুর ইউপির খাটিংগা গাজীর বাজার এলাকার ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা টিফিন বক্স ও ব্যানেটি ব্যাগ তল্লাশি করে ১০ বোতল মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।