
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহস্পতিবার সকাল থেকে গায়ে হলুদের মধ্যদিয়ে শিখা রাণী ঋষি(১০) নামে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষাথীর বিয়ের আয়োজন চলছে। সে পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়ার দয়াল চন্দ্র ঋষির মেয়ে এবং ভোলাচং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণীর ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কাশিনগর ঋষি পাড়ার সেতু ঋষি নামে এক কিশোরের সাথে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিখা রাণী ঋষি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার দুদিন পড়ে তারা আবার বাড়ি ফিরে আসলে এলাকার মাতব্বরা অপ্রাপ্ত বয়স হওয়া সত্ত্বেও তাদের বিয়ে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয়। শিখার সহপাটিরা তার পরিবারকে বললেও তারা তাদের পাত্তা দিচ্ছেন না। স্থানীয়রা জানান,মেয়েটির স্কুলের পাসেই বিয়ের আয়োজন চলছে। তারা কারো কথাই শুনছে না,বৃহস্পতিবার সকাল থেকে গায়ে হলুদ ও ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার রাতে তাদের এই বিয়ের অনুষ্ঠান হবে। প্রায়ই এমন বাল্য বিয়ের ঘটনা ঘটে এই এলাকায়। অভিযুক্ত শিখার বাবা দয়াল চন্দ্র ঋষি বলেন, আমার মাইয়া আমি বিয়া দিমু,আপনাদের অতো সমস্যা কেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, বাল্য বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ। বাল্য বিয়ে দেওয়ার কোন সুযোগ নেই। আমি এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহন করছি।