ঢাকা।।
১৯৭১ সনের ৩রা মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্হিতিতে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার দৃপ্ত শপথ গ্রহণ করেন চার খলিফা বলে খ্যাত স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পারিষদের চার নেতা নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুস মাখন। এই ইশতেহারেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসাবে ঘোষণা প্রদান করা হয়। এই জনসভায় আমাদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নির্ধারণ করে ঘোষণা দেয়া হয় এবং জনসভার এক প্রস্তাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে উল্লেখ করা হয়। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ আমাদের গর্বের ইতিহাস, স্বাধীনতার অহংকার। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠের পর পল্টনের এই বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব – তোমাকে বিনম্র শ্রদ্ধা।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor