ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুইপার কলোনীতে ৩ মার্চ সোমবার ভোর রাতে চোলাই মদসহ ২১ মাদক কারবারিকে কারাদন্ড ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান্য আদালত। র্যাব সূত্রের জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জানতে পারে অবৈধ চোলাই মদ তৈরী করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে সুইপার কলোনীতে।
তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এর সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল ২ মার্চ রোববার রাত ৮টার হতে ৩ মার্চ ভোর ৪ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুইপার কলোনীতে অভিযান পরিচালনা করে রমজান আলী (৫২), পিতা-মৃত খোরশিদ মিয়া, সাং-মেড্ডা, মীর নাসির (৫০), পিতা-মৃত তাহের উদ্দিন, সাং-সুলতানপুর, মোঃ বোরহান (২০), পিতা-হেলাল মিয়া, সাং-পশ্চিম মেড্ডা, দিলীপ চন্দ্র সাহা (৬৬), পিতা-মৃত বনমালী সাহা, সাং-পশ্চিম পাইকপাড়া, সাজিদুল ইসলাম রাহুল (১৯), পিতা-মোঃ হানিফ মিয়া, সাং-পশ্চিম মেড্ডা, মোঃ রমজান মিয়া (৪৮), পিতা-মৃত তাহের মিয়া, সাং-শিমরাইলকান্দি, কামাল মিয়া (৫৫), পিতা-ওবাইদুল্লাহ, সাং-সিন্দুউল্লা,সুমন (২৫), পিতা-নবী হোসেন, সাং-ফুলবাড়িয়া, এলাই মিয়া (৫২), পিতা-ধন মিয়া, সাং-সুহিলপুর, আবু সালে (৫০), পিতা-মৃত রতন মিয়া, সাং- পীরবাড়ী, আনোয়ার হোসেন (৪২), পিতা-আব্দুল কুদ্দুস মিয়া, সাং-সিংড়াইল, শেখ সাদী (২২), পিতা-শেখ কাউসার, সাং-সুলতানপুর, মোঃ সুমন মিয়া (২৬), পিতা-মৃত হাসু মিয়া, সাং-পশ্চিম মেড্ডা, মোঃ তাজুল ইসলাম (৩৫), পিতা-মোঃ শাহজাহান, সাং-গাটুরা, বাপ্পী (২২), পিতা-আবুল খায়ের, সাং-মধ্য মেড্ডা, শফিকুল ইসলাম (৪০), পিতা-ইসলাম মিয়া, সাং-সুলতানপুর, আবু তাহের (৪০), পিতা-উলফত আলী, সাং-ফুলবাড়িয়া, সমির মোদক (৫০), পিতা-মৃত রাম চন্দ্র মোদক, সাং-পূর্ব পাইকপাড়া, সুরেশ দাস (৪২), পিতা-নিখিল দাস, সাং-ভাদুঘর, সর্ব থানা-সদর, সোহাগ দাস (১৯), পিতা-বলাই চরন দাস, সাং- লালপুর, থানা-আশুগঞ্জ, অন্তর দাস (১৯), পিতা-উত্তম দাস, সাং-লালপুর, থানা-আশুগঞ্জ সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দেরকে চোলাই মদ তৈরী করে বিক্রি করার অপরাধে গ্রেফতার করা হয়। প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা প্রদান করে ভ্রাম্যমান্য আদালত । তখন গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে উদ্ধার হওয়া সাড়ে ১০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor