আশুগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

৪ মার্চ, ২০২০ : ৭:২৮ পূর্বাহ্ণ ৪৬৮

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল ট্রাকচাপায় নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার খড়িয়ালা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, রাতে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প এলাকায় ডিউটিতে ছিলেন তিনি। ভোরে ওই এলাকায় টয়লেটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com