ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে পাওয়া নতুন গ্যাস কূপের নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) কুমিল্লার শ্রীকাইল পূর্ব জোনের কাছাকাছি নবীনগর উপজেলার হাজীপুর এলাকায় নতুন এই গ্যাস ত্রেটির সন্ধান পায় বাপেক্স।নবীনগর উপজেলায় পাওয়া গ্যাসক্ষেত্রটির নাম মুরাদনগর উপজেলার শ্রীকাইল এলাকার নামানুসারে শ্রীকাইল ইস্ট-১ নামে করা হয়েছে। এ নিয়ে উপজেলার সুশীল সমাজসহ সর্বসাধারণ তীব্র নিন্দা জানিয়েছে। এলাকাবাসি বলছে আমাদের এলাকায় পাওয়া গ্যাসক্ষেত্রটির নাম কি করে মুরাদনগর এলাকার নামে হয়! এ বিষয়ে স্থানীয় সাংবাদিক ওয়াহেদুজ্জামান দীপু বলেন,’গ্যাসকূপ পাওয়া গেছে নবীনগরে। তাই এর নামকরণ হতে হবে ‘নবীনগর গ্যাসকূপ’ নামে। অন্যথায় এলাকাবাসিকে নিয়ে শিগগীরই মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।’ এ বিষয়ে নবীনগরের সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন,”নবীনগর গ্যাসকূপ নামকরণের পাশাপাশি নবীনগরবাসির যেন প্রাপ্ত এই নতুন গ্যাসের সুবিধা পেতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরসহ প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। আশা করি, নবীনগরের গ্যাস নবীনগরের নামেই থাকবে।” তবে গ্যাসক্ষেত্রটি খনন প্রকল্প কর্মকর্তা মহসিনুল আলম বলেন, স্ট্রাকচারাল সিস্টেমের কারণে এই গ্যাস কূপটির নাম শ্রীকাইল ইষ্ট-১ দেয়া হয়েছে। তবে এলাকাবাসির এই দাবি (নামকরণের বিষয়টি) নিয়ে আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তিনি আরো জানান এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আমি মনে করছি।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor