সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্রুতগামী ট্রাক চাপায় মাসুম ব্যাপারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকের ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতায় এই ঘটনা ঘটে। মাসুম ব্যাপারী আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেন। তিনি মানিকগঞ্জ জেলার আব্দুর রউফ ব্যাপারীর ছেলে ও আশুগঞ্জ ওয়াবদা কলোনীতে বসবাস করেন। ঘটনাস্থলে থাকা খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, রাতে মোটরসাইকেল যোগে সিলেট অভিমুখে যাচ্ছিল। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত।তিনি আরও জানান, ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor